• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

নেপালের ভিডিওকে খাগড়াছড়ির বলে প্রচার

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

এক মারমা কিশোরীকে গণধর্ষণের ঘটনা কেন্দ্র করে সহিংস পরিস্থিতি বিরাজ করছে পার্বত্য চট্টগ্রামের জেলা খাগড়াছড়িতে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এমন পরিস্থিতিতে ফেসবুকে দুটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে ‘পাহাড়িরা’। আরেকটি ভিডিওতে খাগড়াছড়ির বর্তমান অবস্থা ভয়াবহ এমন উল্লেখ করে দেখা যাচ্ছে, শতাধিক তরুণ-তরুণী দৌড়াচ্ছে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওগুলো নেপালের। জিওলোকেশন অনুসন্ধানের মাধ্যমে ভিডিও দুটির অবস্থান নিশ্চিত হওয়া গেছে। এসব ভিডিওর সঙ্গে খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।  

১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে ‘পাহাড়িরা’। এমন দাবিতে প্রচারিত ৪ সেকেন্ডের ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ ওয়ার্ল্ড হিটস ১০১ নামের একটি ইউটিউব চ্যানেলে (আর্কাইভ) এটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি নেপালের কাঠমুণ্ডু থেকে ধারণ করা, দেশটির জেনজি আন্দোলনের। তবে ভিডিওটির সময়কাল নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পুনরায় রিভার্স ইমেজ সার্চে গত ১১ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে ‘bhaskargautambgc’ (আর্কাইভ) নামের একটি অ্যাকাউন্টে অস্ত্র নিয়ে প্রকাশ্যে দৌড়ঝাঁপের একটি ভিডিও পাওয়া যায়। পোস্টের ক্যাপশন অনুযায়ী, এটি নেপালের। এই ভিডিওর লোকেশনের সঙ্গে ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওর লোকেশনের মিল পাওয়া যায়। দুটি ভিডিওতে রাস্তার পাশের দেয়াল, রেলিংয়ের মিল পাওয়া যায়। 

ইনস্টাগ্রামের এই ভিডিওতে অস্ত্রধারী তরুণদের একটি স্থাপনার দিকে এগিয়ে যেতে দেখা যায়। এই স্থাপনার দৃশ্য রিভার্স ইমেজ সার্চে ‘suman_sthz सुमन सरकार’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ৯ সেপ্টেম্বরে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি থেকে স্থাপনাটি সম্পর্কে জানা যায়। এটি নেপালের কাঠমুন্ডুর গৌশালার পুলিশ সার্কেলের কার্যালয়। 

এই সূত্রে গুগল ম্যাপ অনুসন্ধানে ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওর লোকেশনের হুবহু মিল পাওয়া যায়। 

এই থেকে নিশ্চিত হওয়া যায়, ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী-বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি খাগড়াছড়ির নয়, নেপালের। 

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে নেপালের ভিডিও হিসেবে প্রচারিত অস্ত্রধারী তরুণদের ভিডিওটিও বাংলাদেশের দাবিতে ফেসবুকে প্রচার হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের বিলে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব সংকটে
টাঙ্গাইলের বিলে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব সংকটে
টাঙ্গাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
টাঙ্গাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
কুড়িগ্রামে ১২ দিন ধরে নিখোঁজ দুই বোন, উদ্বিগ্ন পরিবার
কুড়িগ্রামে ১২ দিন ধরে নিখোঁজ দুই বোন, উদ্বিগ্ন পরিবার