• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

অস্কারে যাচ্ছে না ‘সাবা’, রাজীবের ক্ষোভ

বিনোদন ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পি.এম.
‘সাবা’ সিনেমার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। সংগৃহীত ছবি

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পায়নি। বরং এ বছর এই প্রতিযোগিতায় মনোনীত হয়েছে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ‘সাবা’র অভিনেত্রী মেহজাবীনের স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব।

আগামী বছর অনুষ্ঠিত হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। প্রতি বছর বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র মনোনীত হয়। গতকাল এক সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটি ঘোষণা করে, এবার দেশের পক্ষ থেকে পাঠানো হবে ‘বাড়ির নাম শাহানা’।

ঘোষণার পরপরই ফেসবুকে হতাশা প্রকাশ করেন আদনান আল রাজীব। তিনি লিখেন, “একটি চলচ্চিত্র যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে স্বীকৃতি পায়, আর দেশের অস্কার কমিটি তাকে গুরুত্ব দেয় না, তখন তা হতাশাজনক। ‘বাড়ির নাম শাহানা’ হয়তো ভালো সিনেমা, কিন্তু দেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করতে হলে ‘সাবা’ অনেক বেশি যোগ্য ছিল।”

রাজীব সমালোচনা করে আরও বলেন, “আমাদের কমিটিগুলো প্রকৃত উদ্দেশ্যে কাজ করে না। যে দেশ তার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, সে দেশ কখনো এগোতে পারবে না। আমরা পিছিয়ে আছি কারণ ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়।”

রাজীবের সমালোচনার সঙ্গে একমত হয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। তিনি মন্তব্য করেন, “আমি রাজীবের সঙ্গে একমত। ব্যক্তিগতভাবে আমার কাছে ‘সাবা’ ছবিটিই বেশি ভালো লেগেছে।”

এদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ একজন তালাকপ্রাপ্ত নারীর সংগ্রামী জীবনের গল্প। আনান সিদ্দীকা অভিনীত এই সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন ও মুম্বাইয়ের মতো আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে
এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
লতা মঙ্গেশকর: বাংলাদেশের প্রতি ছিল বিশেষ টান
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’