• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পি.এম.
ইরানের ওপর অস্ত্রসহ সব ধরনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। সংগৃহীত ছবি

পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর অস্ত্রসহ সব ধরনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে নেওয়া এ পদক্ষেপে কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার (২৭ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

২০১৫ সালের পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে। ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে ইরান বরাবরের মতো পারমাণবিক বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে গৃহীত প্রস্তাবগুলো অনুযায়ী ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার ইউরোপীয় সময় রাত ৮টা থেকে পুনর্বহাল হয়েছে। যদিও চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রক্রিয়াটি বিলম্বিত করার চেষ্টা করা হয়েছিল, শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি যৌথ বিবৃতিতে ইরান ও অন্যান্য দেশকে এসব প্রস্তাব মেনে চলার আহ্বান জানিয়েছে। এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, ইইউও জাতিসংঘ ও নিজেদের প্রত্যাহার করা সব ধরনের পরমাণু-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা অবিলম্বে পুনর্বহাল করবে। তিনি আরও বলেন, ইরানের পরমাণু ইস্যুর টেকসই সমাধান কেবল আলোচনাই নিশ্চিত করতে পারে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী