দুর্গাপূজা নিরাপদ, গুজব সৃষ্টির চেষ্টা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব ছড়ানোর চেষ্টা করতে পারে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, সারাদেশে নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, সারাদেশে দুর্গাপূজার নিরাপত্তার জন্য ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্গাপূজা নিয়ে গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, “সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির অংশ।”
খাগড়াছড়ির ঘটনা প্রসঙ্গে তিনি জানান, পার্বত্য অঞ্চলের একটি ধর্ষণের ঘটনার পর সৃষ্টি পরিস্থিতি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করছেন।
ভিওডি বাংলা/জা