• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাগড়াছড়িতে ১৪৪ ধারা চলছে, জনজীবন স্থবির

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা কার্যকর রয়েছে। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সেনা, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।

জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষ কড়া তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. জুয়েল আরেফিন নিশ্চিত করে জানান, সাজেক থেকে ফিরিয়ে আনা সব পর্যটক বর্তমানে খাগড়াছড়িতে অবস্থান করছেন। নিরাপত্তার মধ্য দিয়ে তাদের জেলার বাইরে পাঠানো হবে।

এর আগে শনিবার রাতে বিভিন্ন পাহাড়ি এলাকায় লোকজনকে স্লোগান দিতে দেখা যায়। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার চেষ্টা ও সহিংসতার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এসময় হামলা-পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

উল্লেখ্য, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তাল খাগড়াছড়ি। শনিবার ‘জুম্ম ছাত্র ফ্রন্ট’-এর আহ্বানে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পর প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০