• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঘাবাড়ী ৪৬তম জাতীয় নৌকা বাইচ অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিখ্যাত চলনবিল অঞ্চল এর নাটোর, পাবনা ও  সিরাজগঞ্জ জেলা। সেই বিখ্যাত চলনবিল অঞ্চলের অন্তর্গত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌ বন্দরে বাংলাদেশ রোয়িং ফেডারেশন কর্তৃক আয়োজিত ৪৬তম জাতীয় পানশী নৌকা বাইচ উৎসব ২৭ সেপ্টেম্বর-২০২৫ অনুষ্ঠিত।

উত্তর বঙ্গের বিখ্যাত চলনবিল অঞ্চল এর ৮ টি সেরা পানশী নৌকার মধ্যে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ৮টি বাইচের নৌকা মধ্যে থেকে সেরা ৪ টি বাইচের নৌকা সেমিফাইনালে জয়ী হয়।

১.শেরে বাংলা ভিটাপাড়া প্রাং ফাইটার,বেড়া,পাবনা।
২.নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম,শাহজাদপুর, সিরাজগঞ্জ
৩.শেরে বাংলা ভিটাপাড়া আজম ব্রাদার্স,বেড়া,পাবনা।
৪.বাংলার বাঘ রেশমবাড়ি,শাহজাদপুর, সিরাজগঞ্জ

প্রথম সেমিফাইনালে শেরে বাংলা ভিটাপাড়া প্রামাণিক ফাইটার নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম কে হারিয়ে জয়ী হয়, আর ২য় সেমিফাইনালে শেরে বাংলা ভিটাপাড়া আজম ব্রাদার্স বাংলার বাঘ রেশমবাড়ি কে হারিয়ে জয়ী হয়।

৩য় স্থান নৌকা বাইচে নিউ উড়ন্ত বলাকা বনগ্রাম বাংলার বাঘ,জয়ী হয় বাংলার বাঘ।

আর ফাইনালে বাঘাবাড়ি নৌ বন্দরে ২৭ সেপ্টেম্বর নৌকা বাইচে শেরে বাংলা ভিটাপাড়া প্রামাণিক ফাইটার বনাম শেরে বাংলা ভিটাপাড়া আজম ব্রাদার্স নৌকা বাইচ প্রতিযোগিতায়-২০২৫ খ্রিঃ ফাইনাল নৌকা বাইচে প্রামাণিক ফাইটার চ্যাম্পিয়ন হোন।এই ফাইনাল পানসী নৌকা বাইচে হাজার হাজার দর্শক উপস্থিত থেকে আনন্দ উল্লাস করেন,নৌকা বাইচ টি সুন্দরভাবে শেষ হয়। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি