ফুলবাড়ীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 
                                            
                                    
জুলাই সনদের আইনগত ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর ৫টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাচারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবারো কাচারি মাঠে এসে সমাবেশ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারির মাওঃ মোঃ আব্দুর রহমান, ফুলবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ মোঃ সেকেন্দার আলীসহ আরো অনেকে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও অংশগ্রহণ করেন উপজেলার ৬ ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ শিবিরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পির আর পদ্ধতিতে নির্বাচন না হলে বাংলাদেশে নির্বাচন করতে দেয়া হবে না, সেই সঙ্গে ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোসদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                





