• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টঙ্গীতে বিস্ফোরণে দগ্ধ যুবক আল আমিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ১৮ বছর বয়সী আল আমিন বাবু মারা গেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত আল আমিনের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকায়। বর্তমানে তিনি টঙ্গীর রিয়েল কলোনিতে থাকতেন। 

তিনি জানান, টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ যুবক বার্ন ইউনিটে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আল আমিনের ভাই আসাদ বলেন, গত ২২ সেপ্টেম্বর টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে আমার ভাই আল আমিন দগ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমার ভাই। তিনি টঙ্গী এলাকায় একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

এর আগে এই ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা নামে দুজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা