• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি:    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের বাবা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। 

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায়।

নিহতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশাচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)।

আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও কন্যা রুপা মনি দাস (১২)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। ঢাকাগামী বাস থেকে ভোরে বগুড়ায় নামার পর নারচী গ্রামের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশা ভাড়া নেন তারা। পথে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান চালক শুকুর আলী। গুরুতর আহত অবস্থায় পরিবারের বাকি সদস্যদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব।

ওসি জামিরুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকটি পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের অভিযোগ, এ সড়কে অতিরিক্ত গতির ট্রাক চলাচল ও চালকদের বেপরোয়া মনোভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০