• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কালিহাতীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অনিক (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫)  নামের অপর এক আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের কালিহাতী পৌর এলাকার চাটিপাড়া সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর গ্রামের নিশান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনিক কালিহাতী পৌরসভার সিলিমপুর এলাকায় চাচাতো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসেছিল। বৃহস্পতিবার সকালে কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেল  নিয়ে সিলিমপুর যাওয়ার সময় চাটিপাড়া সেতু এলাকায় পৌছলে পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অনিক পড়ে গেলে বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে ঘটনাস্থলেই মারা যান।মোটরসাইকেলে থাকা অপর আরোহী আবীর হোসেন আহত হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের এমপি প্রার্থী
পাবনা-৩ মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের এমপি প্রার্থী
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী