• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে টাস্কফোর্স কমিটির সভা

ঝালকাঠি প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে মা ইলিশ সংরক্ষণে জেলা টাস্কফোর্স কমিটির সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। 

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নিরোধ বরণ জয়ধর, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এ সময় ভ্রাম্যমাণ আদালত, নৌ পুলিশ, মৎস্য বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। আগামী প্রজন্মের জন্য মা ইলিশ সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। সভায় টাস্কফোর্স কমিটির সদস্য, জনপ্রতিনিধি, মৎস্যজীবী সংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০