হোয়াইট হাউসে ট্রাম্প-শেহবাজের বৈঠক


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও বৈঠকে যোগ দিতে পারেন। এই তথ্য জানিয়েছে রয়টার্স, দ্য ডন এবং জিও নিউজ।
বৈঠকটি এমন সময় হচ্ছে, যখন কয়েক সপ্তাহ আগে দুই দেশ একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী পাকিস্তানের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্পের শাসনামলে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-পাকিস্তানের সম্পর্ক উষ্ণ হয়েছে। এর আগে ওয়াশিংটন পাকিস্তানকে ভারতবিরোধী কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করলেও, ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্ক কিছু টানাপোড়েনের মধ্যে পড়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় নাগরিকদের ভিসা জটিলতা, ভারতের পণ্যে উচ্চ শুল্ক আরোপ এবং ভারত-পাকিস্তান সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে ট্রাম্পের দাবি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও থাকতে পারেন। চলতি বছরের শুরুর দিকে তিনি প্রথম পাকিস্তানি সেনাপ্রধান হিসেবে হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ পেয়েছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে সন্ত্রাসবিরোধী লড়াই, অর্থনীতি ও বাণিজ্যসহ নানা বিষয় আলোচনা হবে। তিনি বলেন, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।”
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নে কর্মকর্তা বলেন, ট্রাম্প খোলাখুলি হতাশা প্রকাশ করেন, তবে সম্পর্ক এখনও মজবুত। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের কোয়াড সম্মেলন আয়োজনের পরিকল্পনা চলছে।
এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ ইসরায়েল, গাজা, কাতার ও ইরান সংক্রান্ত সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ভিওডি বাংলা/জা