• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নভেম্বরে প্রবাসীদের ভোটের অ্যাপ উদ্বোধন: নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পি.এম.
লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ও প্রবাসীদের সঙ্গে ইসির অনলাইনে মতবিনিময় সভা। সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসীদের ভোট দেওয়ার জন্য অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে উদ্বোধন করা হবে। প্রবাসীরা এতে নিবন্ধনের জন্য ১০ দিন সময় পাবেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ও প্রবাসীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। তখন সার্কুলারের মাধ্যমে জানানো হবে কোন অঞ্চলের ভোটাররা কোন সময়ে নিবন্ধন করতে পারবেন। সাধারণভাবে প্রতিটি অঞ্চলে ৭ থেকে ১০ দিন সময় দেওয়া হবে। প্রয়োজনে আরও ৩ থেকে ৭ দিন বাড়ানো হতে পারে।”

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এবারের নির্বাচনে প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনা হচ্ছে।

সভায় ইসি সচিব আখতার আহমেদ, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা