• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অদ্ভুত উপদেশ পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন ইয়ামি

বিনোদন ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পি.এম.
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সংগৃহীত ছবি

বলিউডে অভিনেত্রী হওয়ার পথে নানা ধরনের উপদেশ শোনেন অনেকেই। অভিনেত্রী ইয়ামি গৌতমও তার ব্যতিক্রম নন। তবে তিনি এসবের ধার ধারেন না, নিজের নিয়মেই চলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, কী ধরনের অদ্ভুত উপদেশ পেয়েছিলেন তিনি।

ইয়ামি বলেন, এক বর্ষীয়ান রূপটানশিল্পী তাঁকে ভ্রুর আকৃতি পাল্টানোর পরামর্শ দিয়েছিলেন। তাঁর ভাষায়—
“আমাকে একটা ভ্রু বদলে ফেলতে বলা হয়েছিল। এমনভাবে সেটার আকার দিতে বলা হয়েছিল যাতে বাঁকা ভাবটা না থাকে। তাতে নাকি আমার মুখ আরও সুচারু দেখাবে। ওঁরা চেয়েছিলেন আমার দুটো ভ্রু যেন দেখে মনে হয় শুঁয়োপোকার মতো একে অপরকে তেড়ে আসছে! খুব কষ্ট পেয়েছিলাম। আমি বলেছিলাম, এসব বাদ দিয়ে আপাতত নিজের অভিনয়েই মন দেওয়া উচিত।”

বলিউডে অভিনেত্রী ইয়ামি গৌতম।

‘কসমেটিক সার্জারি’র ঘোর বিরোধী ইয়ামি। তাঁর মতে, ম্যাগাজিনের মলাটে সৌন্দর্য ভালো লাগলেও বাস্তবে তা ঠিক টেকসই নয়। তিনি বলেন, “আমি অভিনেত্রী। আমার পর্দায় এলে মুখে কারও নজর পড়া উচিত নয়। অভিনেত্রী না হলেও আমি কখনো সার্জারি করাতাম না। কারণ, এতে সাময়িকভাবে সুন্দর লাগলেও পরে মারাত্মক বিপদ হতে পারে।”

তবে বলিউডের একাধিক অভিনেত্রী ইতিমধ্যেই নানা ধরনের সার্জারি করিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার শাকিবের নায়িকা ফারিণ
এবার শাকিবের নায়িকা ফারিণ
‘দেলুপি’-জুলাই জাগরণের চেতনা সমৃদ্ধ ছবি
‘দেলুপি’-জুলাই জাগরণের চেতনা সমৃদ্ধ ছবি
নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’
নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’