• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

দুর্গাপূজা উপলক্ষে সোশ্যাল মিডিয়া মনিটর করছে র‌্যাব : মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা এই পরিস্থিতি নজরে রাখছি। আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং চলছে।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রংপুর নগরীর করুণাময়ী কালীবাড়ী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, সাধারণ জনগণ যদি কোনো অনিশ্চিত তথ্য পান, তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানান। আমরা তাৎক্ষণিকভাবে ভেরিফাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গুজব ছড়ানো হলে তারও আইনানুগ ব্যবস্থা হবে। 

শহিদুর রহমান বলেন, “আমাদের দেশে দুর্গাপূজা উদযাপন অসাম্প্রদায়িক পরিবেশে হয়। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে সবাই উৎসব উদযাপন করি। দেশের ৩১,৫৪৬টি পূজামণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিটি নিজস্ব ভলান্টিয়ার তৈরি করবে। উভয়ে দায়িত্ব পালন করলে কোনো বিশৃঙ্খলা হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। “কিছু অসুস্থ মনোভাবের মানুষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। সতর্ক থাকলে পূজা সুন্দরভাবে উদযাপন করা সম্ভব,” তিনি বলেন।

এসময় র‌্যাব-১৩-এর অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কড়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে যে বার্তা দিলেন সারজিস
কড়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে যে বার্তা দিলেন সারজিস
নুরের শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা
নুরের শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা
লন্ডন থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ হচ্ছে : রনি
লন্ডন থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ হচ্ছে : রনি