• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেপালে নতুন চার মন্ত্রী, কার্কির মন্ত্রিসভা এখন আটজনের

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পি.এম.
সুশিলা কার্কির মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রীর শপথ। সংগৃহীত ছবি

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশিলা কার্কির মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রী শপথ নিয়েছেন। এতে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেন-জিদের নেতৃত্বে বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলির সরকারের পতনের পর সুশিলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ধাপে ধাপে মন্ত্রিসভা সম্প্রসারণ করে আসছেন।

রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল নবনিযুক্ত চার মন্ত্রীকে শপথ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্কি, স্পিকার দেবরাজ ঘিমিরে ও জাতীয় পরিষদের চেয়ারম্যান নারায়ণ প্রসাদ দাহাল উপস্থিত ছিলেন।

নতুন মন্ত্রীদের মধ্যে—

সাবেক সুপ্রিম কোর্ট বিচারপতি অনিল কুমার সিনহা শিল্প, আইন ও ভূমি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

ন্যাশনাল ইনোভেশন সেন্টারের প্রতিষ্ঠাতা মহাবীর পুন শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন।

অভিজ্ঞ সাংবাদিক জগদীশ খারেল হয়েছেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী।

বিশেষজ্ঞ ড. মদন পরিয়ার কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

প্রধানমন্ত্রী কার্কির সুপারিশে এসব নিয়োগ দেওয়া হয়। তবে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ে ড. সঙ্গীতা কৌশল মিশ্রকে মনোনীত করা হলেও শেষ মুহূর্তে তার নাম স্থগিত রাখা হয়েছে। সম্প্রতি তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন।

সূত্র: দ্য হিমালয়ান টাইমস

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী