• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি    ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু। ছবি: সংগৃহীত

নোয়াখালী পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে।

রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের একটি দল পিন্টুকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত পিন্টু্র বাড়ি নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেশিশক্তির রাজনীতি আর চলবে না : তাসনিম জারা
পেশিশক্তির রাজনীতি আর চলবে না : তাসনিম জারা
৪ ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুরুল হক নুর
৪ ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুরুল হক নুর
নেতার ছেলে যোগ্য শিক্ষক হওয়া কি অপরাধ: রাশেদ খান
নেতার ছেলে যোগ্য শিক্ষক হওয়া কি অপরাধ: রাশেদ খান