• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী: মির্জা ফখরুল বাংলাদেশ লেবার পার্টির ৭৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি বিএনপি প্রথমে কোনো সংস্কারই চাচ্ছিল না : তাহের এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব : রিজওয়ানা হাসান প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি শাপলা প্রতীক প্রশ্নে এনসিপি আপসহীন- নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের ইচ্ছায় নয়, প্রতীক নির্ধারিত হবে দলের ইচ্ছায়

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি, অনিয়ম ও নাগরিক সেবা বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ১১টায় চন্দনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তৃতা করেন স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মুন্না, হারুণ অর রশিদ, জামাল মল্লিক, কামাল হোসেন, নাসিমা বেগম, শিউলী পারভীন, হাবু শেখ ও মতিন শেখ। এছাড়াও এতে দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন চেয়ারম্যান পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসন সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি নিয়মিত পরিষদে না আসায় সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পরিষদে একাধিকবার এলেও তার অনুপস্থিতির কারণে সেবা পাওয়া যায় না।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের সচিব তৈয়বুর রহমান নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। সপ্তাহের বেশিরভাগ দিনই তিনি পরিষদে থাকেন না। ফোন করলে তিনি প্রায়ই জানান উপজেলা অফিসে আছেন, আসতে দেরি হবে। সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং অর্থের বিনিময়ে নাগরিক সেবা দেওয়ার অভিযোগও করেন বক্তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে অভিযুক্তদের অপসারণ ও পরিষদে নিয়মিত সেবা নিশ্চিত করার দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার