• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি লঘূচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী কয়েকদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ১২০ ঘণ্টার (৫ দিন) বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুরের মধ্যে ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
এই শীতে আসছে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ
এই শীতে আসছে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ
নভেম্বরে একাধিক লঘুচাপের সম্ভাবনা
নভেম্বরে একাধিক লঘুচাপের সম্ভাবনা