• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জানাবে ‘বাজারদর’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পি.এম.
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ‘বাজারদর’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। সংগৃহীত ছবি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ও হালনাগাদ দাম জানাতে ‘বাজারদর’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন শতাধিক পণ্যের দাম জানতে পারবেন।

গত ১৫ সেপ্টেম্বর অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান অ্যাপটির উদ্বোধন করেন। ১৮ সেপ্টেম্বর অ্যাপটির প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, “এখন থেকে বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক দাম জানার ক্ষেত্রে আর কোনো দ্বিধা থাকবে না। গুগল প্লে-স্টোর থেকে ‘বাজারদর’ অ্যাপ ডাউনলোড করে প্রতিদিনের দাম জানতে পারবেন এবং সচেতন হবেন।”

অ্যাপের দুটি প্রধান বিভাগ হলো ‘খাদ্যসামগ্রী’ ও ‘অন্যান্য’। খাদ্যসামগ্রী বিভাগে চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি এবং ফলের দাম প্রতিদিন হালনাগাদ করা হবে। অন্যদিকে অন্যান্য বিভাগে জ্বালানি পণ্যের দাম হালনাগাদ করা হবে, যেমন এলপিজি গ্যাস, ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল।

অ্যাপ ব্যবহার করতে ব্যবহারকারীকে গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এরপর বিভাগ ও জেলা নির্বাচন করে নির্দিষ্ট পণ্যের দাম প্রতিদিন জানা যাবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে চলবে এবং অফলাইনে ব্যবহারের সুবিধাও রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন