• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

জুলাই সনদের আইনি ভিত্তি

দলগুলোর সমঝোতা জরুরি : জেএসডি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে পরবর্তী পদক্ষেপ হবে এ জাতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। ফলে এর আইনি ভিত্তি নিশ্চিতে সব রাজনৈতিক দলের সমঝোতায় আসার বিকল্প নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীমের স্মরণে শোক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এক সময় আমরা ৩ জোটের রূপ রেখা দেখেছি। ফলে এর আইনি ভিত্তি না থাকায় পরবর্তীতে যারাই ক্ষমতায় এসেছে কেউই সেটি বাস্তবায়ন করতে পারেনি। জুলাই অভুত্থানের আকাঙ্খা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির জন্য অভ্যুত্থানের অংশীজনদের ঐক্যবদ্ধ থাকার জরুরি। 

সভাপতির বক্তব্যে দলের দলের সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব বলেন, প্রয়াত নেতৃবৃন্দ জনগণের অধিকার ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে অন্যান্য অবদান রেখেছেন। তাদের সংগ্রামের পথকে এগিয়ে নিতে আমরা অঙ্গীকার করছি এবং তা করতে পারলেই তাদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।

কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন বিপ্লবের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, শ্রমিক জোট সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষমতার লোভে একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে: রিজভী
ক্ষমতার লোভে একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে: রিজভী
নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ
নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ
খেলাধুলা হবে পরিবর্তনের হাতিয়ার: আমিনুল হক
খেলাধুলা হবে পরিবর্তনের হাতিয়ার: আমিনুল হক