• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত:

প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে গানের শিক্ষক নয়, বরং কোরআন-হাদিসভিত্তিক ধর্মীয় শিক্ষক প্রয়োজন। তারা অভিযোগ করেন, গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী এবং শিক্ষা ব্যবস্থায় বিদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার শামিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ সময়ের দাবি। দেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান হলেও শিক্ষা ব্যবস্থায় ফরজে আইন শিক্ষা নিশ্চিত করা হয়নি। সরকারকে অবিলম্বে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করে যোগ্য আলেম নিয়োগ করতে হবে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দাবি উপেক্ষা করলে সর্বস্তরের আলেম-ওলামা ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামা হবে।

বিক্ষোভ শেষে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা গানের শিক্ষক নিয়োগ বাতিল ও শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষার প্রসারের দাবিতে স্লোগান দেন।

সমাবেশে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ, কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সাঈদ আহমদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
ঢাকার ৪৪টি পুকুর-জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন রিজওয়ানা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা
দিল্লিতে যেসব দাবি জানাবেন নিরাপত্তা উপদেষ্টা