• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপা নিষিদ্ধ করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৫ পি.এম.
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে। হিন্দুস্তানের সামনে আর মাথা নত করা যাবে না। 

লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। হিন্দুস্তানী অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোন অধিকার নাই। আমরা বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার ফ্যাসিজম দেখতে চাই না। হিন্দুস্তানী আপা জাপা ১৪ দল নিষিদ্ধ করে জনগণের দাবি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ৭ দফা দাবিতে জাগপা আয়োজিত বিজয় নগর, পল্টন, প্রেসক্লাব অঞ্চলে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, নতুন বাংলাদেশে দেশের চেয়েও কম মূল্যে হিন্দুস্তানে ইলিশ যায় কেন? আদানিকে উপহার দেওয়া ৯০০ একর দেশের জমি ফেরত নেওয়া হচ্ছে না কেন? দেশের মাটি থেকে হিন্দুস্তানি ষড়যন্ত্র এবং তৎপরতা থামানো যাচ্ছে না কেন? অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। কথা বার্তা পরিষ্কার, ফ্যাসিস্ট খুনী হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য জোরালো এবং কার্যকরী কূটনৈতিক ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা এবং হিন্দুস্তানের মাঝে সম্পাদিত সকল অসম গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং বাতিল করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ সফিকুল ইসলাম, ভিপি মুঃ মুজিবুর রহমান, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, ঢাকা জেলা যুব জাগপা সভাপতি মোহাম্মদ শামীম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোটের আইনি ভিত্তি নেই: রিজভী
গণভোটের আইনি ভিত্তি নেই: রিজভী
মাওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল
মাওলানা ভাসানীর ত্যাগ বিএনপির জন্য চিরঋণ: আলাল
নয়াপল্টনে আমরণ অনশনে যুবদল নেতা
নয়াপল্টনে আমরণ অনশনে যুবদল নেতা