• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

যশোর প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোর সদরের যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকা হতে ০৫ (পাঁচ) টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে ১ যুবককে আটক করেছে  ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবা সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক আবু বকর সিদ্দিক ঢাকার গেন্ডারিয়া উপজেলার শ্যামপুর থানার ডিআইটি প্লটের সাইজদ্দিন রহমানের ছেলে। তার কাছ থেকে ৬৯৭ গ্রাম ওজনের ৫টি সোনার বার, একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়।

বিজিবি জানায়, আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনা সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। জব্দ সোনা ও অন্যান্য মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন দুর্গাপূজা ঘিরে সোনা পাচারের প্রবণতা বেড়েছে। বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক সোনা পাচারকারীকে যশোর কোতয়ালি থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ