• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার দক্ষিণখানে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে রিনা মনিকা কস্তা (৪৩) নামের এক খ্রিষ্টান নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেক কাজী অফিস মোড় সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিনা মনিকা কস্তার দুই ছেলে রয়েছে। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের সঞ্জু রোজারিওর মেয়ে এবং একই এলাকার হিউবার্ট কস্তার স্ত্রী।

মনিকার ছোট ছেলে অন্তর রোজারিও জানান, তার বড় ভাই ফোন করে জানায় যে মা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ রেখেছেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় জানালা দিয়ে দেখা যায়, তিনি ঝুলন্ত অবস্থায় আছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অন্তর রোজারিও আরও জানান, ফয়সাল (২৮) নামের এক যুবকের সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক ছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। ঘটনার দিনও ফয়সালের সঙ্গে তর্ক-বিতর্ক ও হাতাহাতির পর মনিকা ঘরের দরজা বন্ধ করে দেন। এর কিছুক্ষণ পরই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর ফয়সাল পালিয়ে যান।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, মনিকা কস্তা ও তাঁর স্বামী হিউবার্ট কস্তার মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি ছিল। তারা তিন বছর ধরে আলাদা থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল:  গ্রেপ্তার ২
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল:  গ্রেপ্তার ২
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত