• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিছুদিনের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য!

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির পথে এগোচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লন্ডন ছাড়ার পরই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে দেশটি। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষেই ঘোষণা আসতে পারে।

এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে না পৌঁছালে এবং গাজার দুর্ভোগ লাঘবের উদ্যোগ না নিলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পদক্ষেপ নেবে যুক্তরাজ্য। 

তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াও। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এসব দেশ আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।

এদিকে গাজার পরিস্থিতিকে সরাসরি ‘গণহত্যা’ আখ্যা দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, “গাজায় যা ঘটছে, তা আমাদের চোখের সামনেই এক নিখাদ গণহত্যা।”

একইদিন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও গাজায় ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রে প্রথম কোনো সিনেটর হিসেবে তিনি এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন। তিনি আরও বলেন, “গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার শামিল। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই নৃশংসতায় সহযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
কলকাতার বড়বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
শ্রীনগরের থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী
বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী