• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোপালগঞ্জে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পি.এম.
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ। সংগৃহীত ছবি

গোপালগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা ও সদস্যসচিব মাহমুদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অসাংগঠনিক কার্যক্রম, বিশৃঙ্খল আচরণ এবং দলীয় হাইকমান্ডের নির্দেশনা অমান্য করায় আসলাম শেখকে আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কোনো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ না করতে এবং নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে গাড়ি উল্টে ২০ পুলিশ সদস্য আহত
চট্টগ্রামে গাড়ি উল্টে ২০ পুলিশ সদস্য আহত
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা