• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দৌলতপুরে নদীভাঙনে ১১৫ পরিবারকে ত্রাণ সহায়তা দিল বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ১১৫টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি।  বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপি সংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।  

ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। প্রাকৃতিক দুর্যোগ সত্বেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত সীমান্ত সুরক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং সীমান্ত এলাকায় কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হতে  দেয়নি।

পদ্মা নদীর ভাঙনে শুধু বিওপিই নয়, এর আশেপাশের বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে, ফলে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে বিজিবি ক্ষতিগ্রস্থ জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয় এবং ভবিষ্যতেও বিজিবি এ ধরনের যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে বলে জানিয়েছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, রিজিয়ন কমান্ডার, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়কসহ স্থানীয় বিওপি কমান্ডারগণ।

ভিওডি বাংলা-মোশারফ হোসেন/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০