• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার ২ লকার জব্দ

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ছবি সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে থাকা আরও দুটি লকার জব্দ করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অভিযান চালানো হয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, শাখাটির সাবেক স্থানীয় কার্যালয় অংশে শেখ হাসিনার নামে ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার রয়েছে। কর ফাঁকি ও আর্থিক অনিয়মের সন্দেহে এগুলো জব্দ করা হয়।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর এনবিআরের গোয়েন্দারা পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার (নম্বর ১২৮) জব্দ করেন। ওই শাখায় তার দু’টি ব্যাংক হিসাবও পাওয়া যায়। এতে এক হিসাবের প্রায় ১২ লাখ টাকা স্থায়ী আমানত (এফডিআর) এবং অন্য হিসাবের ৪৪ লাখ টাকা জমা ছিল। সংশ্লিষ্ট হিসাবগুলিতে সব ধরনের লেনদেন আপাতত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে এনবিআরের সিআইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বৃহত্তর তদন্তের স্বার্থে সাবেক প্রধানমন্ত্রীর লকার ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।”

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পদত্যাগ করেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে। এ ধারাবাহিকতায় অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার মোট তিনটি লকার ও দু’টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসেম্বরে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ: ৮ দিনে ১ বিলিয়ন ডলার
ডিসেম্বরে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ: ৮ দিনে ১ বিলিয়ন ডলার
লুকিনো টাকা ব্যাংকে জমা দেওয়ায় কোটিপতি সংখ্যা বাড়ছে: অর্থ উপদেষ্টা
লুকিনো টাকা ব্যাংকে জমা দেওয়ায় কোটিপতি সংখ্যা বাড়ছে: অর্থ উপদেষ্টা
সোনামসজিদ বন্দর দিয়ে এল ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ
সোনামসজিদ বন্দর দিয়ে এল ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ