• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের চাপে জাপান, আপাতত ফিলিস্তিন স্বীকৃতি দেবে না

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পি.এম.
টানা ২৩ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড (ফাইল ছবি)

জাপান আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টোকিও জানিয়েছে, সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনায় নিয়ে বিষয়টি মূল্যায়ন অব্যাহত থাকবে।

তবে টোকিও জানিয়েছে, সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনায় নিয়ে বিষয়টি মূল্যায়ন অব্যাহত থাকবে। জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে।

অন্যদিকে কিয়োদো নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জাপানকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার জন্য চাপ দিয়েছে। অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো গত সপ্তাহে জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনকে স্বীকৃতির জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছিলেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, টোকিও এখনো “সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সমন্বিতভাবে মূল্যায়ন করছে।”

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, “টোকিও ফিলিস্তিন স্বীকৃতি বিষয়ে সময় ও প্রক্রিয়া বিবেচনায় মূল্যায়ন করছে।” প্রধান মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি গাজায় চলমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে দুর্ভিক্ষসহ ভয়াবহ মানবিক সংকট দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নিতেও তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

তবে আসাহি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে যে বৈঠক হবে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাতে যোগ দেবেন না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতিতেও গাজায় হামলা
যুদ্ধবিরতিতেও গাজায় হামলা
এভারেস্টের পাদদেশে আটকা কয়েকশ’ পর্যটক
এভারেস্টের পাদদেশে আটকা কয়েকশ’ পর্যটক
বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড়
বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে তোলপাড়