• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২০৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৭ সেপ্টেম্বর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সবগুলো সূচক বেড়েছে। বেলা ১১টা পর্যন্ত ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ২৬৬টির দর বৃদ্ধি পেয়েছে, ৫১টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে উঠেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৬টির। বিপরীতে কমেছে ৫১টির। আর ৬৪টির দর অপরিবর্তিত ছিল। 

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২০৮ কোটি ১৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল এ সময় পর্যন্ত ১৮৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন বেড়েছে ১৯ কোটি ৯ লাখ টাকা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনের পরিমাণ ছিল ২০৮ কোটি ১৩ লাখ টাকা, যা গতকালের একই সময়ের ১৮৯ কোটি ৪ লাখ টাকার তুলনায় প্রায় ১৯ কোটি ৯ লাখ টাকা বেশি। প্রথম ঘণ্টায় সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেড-এর শেয়ার, যার মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৭৯ লাখ টাকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিত্যপণ্যের উচ্চমূল্যে অস্বস্তিতে মানুষ
নিত্যপণ্যের উচ্চমূল্যে অস্বস্তিতে মানুষ
হঠাৎ সবজির বাজারে দাম বৃদ্ধি
হঠাৎ সবজির বাজারে দাম বৃদ্ধি
পেঁয়াজ আমদানির জন্য ২ হাজারের বেশি আবেদন: জাহাঙ্গীর আলম
পেঁয়াজ আমদানির জন্য ২ হাজারের বেশি আবেদন: জাহাঙ্গীর আলম