• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

আফগানিস্তানকে হারিয়ে নিজেদের কাজটুকু করে রেখেছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে বাংলাদেশ ৮ রানে হারিয়েছে আফগানিস্তানকে। শেষ ওভারের লড়াইয়ে জয় পাওয়ায় গ্রুপপর্বে টিকে রইল লিটন দাসের দল। তবে সুপার ফোর নিশ্চিত করতে এখন নতুন সমীকরণের সামনে দাঁড়িয়েছে টাইগাররা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান-মাত্র ৩১ বলে ঝোড়ো ৫২ রান করেন তিনি। শেষদিকে নুরুল হাসান সোহান খেলেন ৬ বলে ১২ রানের ক্যামিও ইনিংস, যা দলকে লড়াই করার মতো স্কোর এনে দেয়।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে তারা হারায় দুই উইকেট। তবে গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০) কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত মুস্তাফিজ-তাসকিনদের ধারালো বোলিংয়ে আফগানরা ২০ ওভারে ১৪৬ রানে থেমে যায়। রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) শেষ দিকে ম্যাচে উত্তেজনা ফেরালেও জয় মেলে না।

গ্রুপপর্বে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তবে টাইগারদের নেট রান রেট -০.২৭০। শীর্ষে থাকা শ্রীলঙ্কা এখনও অপরাজিত, তাদের রান রেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানিস্তানের সংগ্রহ ২ ম্যাচে ২ পয়েন্ট, নেট রান রেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং ইতোমধ্যেই বিদায় নিয়েছে।

এখন সমীকরণ একেবারেই সহজ নয়- শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তবে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে উঠে যাবে। কিন্তু আফগানিস্তান জিতলে নেট রান রেটের কারণে বিদায় নিতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা ও আফগানিস্তানই যাবে পরের রাউন্ডে।

তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যদি আফগানিস্তান বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায়, তখন নেট রান রেটের হিসাবে বাদ পড়তে পারে লঙ্কানরা। সেই পরিস্থিতিতে বাংলাদেশ ও আফগানিস্তান উঠবে সুপার ফোরে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ
এশিয়া কাপের সুপার ফোরে উঠতে বাংলাদেশের সমীকরণ
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর