• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শর্তসাপেক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রফতানি কার্যক্রম চলবে। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও মানতে হবে। এর মধ্যে রয়েছে-

রফতানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করা, অনুমোদিত পরিমাণের বেশি ইলিশ রফতানি না করা, রফতানি অনুমতি হস্তান্তর বা সাব কন্ট্রাক্ট না দেওয়া, প্রতিটি চালান অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে যাচাই করে অনুমোদিত সীমা নিশ্চিত করা ও সরকার প্রয়োজনে যেকোনো সময় এ অনুমতি বাতিল করার ক্ষমতাও সংরক্ষণ করেছে।

এর আগে ৮ সেপ্টেম্বর সরকার দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির নীতিগত সিদ্ধান্ত নেয়। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১১ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে বলা হয়েছিল। প্রতিকেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

উল্লেখ্য, গত বছর দুর্গাপূজা উপলক্ষে প্রথমে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হলেও পরে তা কমিয়ে ২ হাজার ৪২০ টনে নামিয়ে আনা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিমে স্বস্তি, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম
ডিমে স্বস্তি, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম
করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে, জুলুম নয়: এনবিআর চেয়ারম্যান
করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে, জুলুম নয়: এনবিআর চেয়ারম্যান
ভ্যাট দিলেও সরকারের কোষাগারে পৌঁছায় না: অর্থ উপদেষ্টা
ভ্যাট দিলেও সরকারের কোষাগারে পৌঁছায় না: অর্থ উপদেষ্টা