• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গায় তাণ্ডব

শান্তি-শৃঙ্খলা রক্ষায় করণীয় সব ব্যবস্থা নেবো: ডিআইজি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, অফিস ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় ফেরার সময় তিনি সাংবাদিকদের বলেন, “জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেবো। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”  

ডিআইজি জানান, হামলা ও অগ্নিসংযোগে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙ্গা থানার ক্ষতির দায়িত্ব জেলা পুলিশকে এবং উপজেলা পরিষদের ক্ষতির দায়িত্ব জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।

এর আগে তিনি ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন এবং স্থানীয় প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা জানান, ইউনিয়ন পুনর্বিন্যাস বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে রিট হওয়ায় আগামী ২১ সেপ্টেম্বর শুনানির পর সিদ্ধান্ত জানা যাবে।

ভাঙ্গার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ডিসি বলেন, “আপনারা কর্মসূচি থেকে ফিরে আসুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। ভাঙ্গার সুনাম রক্ষায় জনগণের যেন কষ্ট না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন, হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০