• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ডিজিটাল ব্যাংক আবেদনের সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। নতুন ঘোষণায় জানানো হয়েছে, আগামী ২ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। 

সোমবার ১৫ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আবেদনকারীদের পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি ও প্রয়োজনীয় দলিল সংগ্রহের সুবিধার কথা বিবেচনা করে এই সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ২ নভেম্বর (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। তবে পূর্বের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এর আগে গত ২৬ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ৩০০ কোটি টাকা। প্রযুক্তিনির্ভর আর্থিক খাতের বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঋণপ্রবাহ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এই উদ্যোগের মূল লক্ষ্য।

আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণের পাশাপাশি ৫ লাখ টাকা অফেরতযোগ্য ফি ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে জমা দিতে হবে। আবেদন সরাসরি জমা দেওয়ার পাশাপাশি ই-মেইলের মাধ্যমেও নথি পাঠাতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে আর্থিক খাতে কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ডিজিটাল ব্যাংক চালু হবে। এর জন্য আলাদা শাখা, উপশাখা বা এটিএম বুথের প্রয়োজন হবে না; সব সেবা অ্যাপ-নির্ভরভাবে মোবাইল ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে। তখন ন্যূনতম পরিশোধিত মূলধন ধরা হয়েছিল ১২৫ কোটি টাকা, যা পরে সংশোধন করে ৩০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। প্রচলিত ব্যাংকের ক্ষেত্রে এই পরিমাণ ৫০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মতে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এবং পেমেন্ট সার্ভিস পরিচালিত হবে ২০১৪ সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেম রেগুলেশন অনুসারে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাশিয়া-কানাডা থেকে সার আমদানি করবে সরকার
রাশিয়া-কানাডা থেকে সার আমদানি করবে সরকার
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২০০ কোটি টাকার নিচে
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২০০ কোটি টাকার নিচে
১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স
১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স