• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক

ঢাবি প্রতিনিধি    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
ব্র্যাকের গবেষক রাকিবুল মবিন। ছবি-সংগৃহীত

ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের চারজন সদস্যকে ‘ঘরের দাসী’ বলে মন্তব্য করা ব্র্যাকের গবেষক রাকিবুল মবিনকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

ঘটনার সময় মবিন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টে (বিআইজিডি) কর্মরত ছিলেন। ডাকসুর কয়েকজন নেতা মবিনের এই মন্তব্যের বিষয়টি বিআইজিডিকে ই-মেইলে অবহিত করেন। পরে তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে প্রতিষ্ঠানটি তার চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয়।

এর আগে তাশফিকুর রব নামের একজন ডাকসু নির্বাচনে বিজয়ী চারজন ছাত্রীর প্রশংসা করে একটি পোস্ট দেন। ছবিতে থাকা তিনজন ছাত্রী হিজাব পরিহিত ছিলেন। সেই পোস্ট শেয়ার করে মবিন ইংরেজিতে লেখেন, “house slaves” - গৃহদাসী।

তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি প্রথমে পোস্ট ডিলেট করেন, ফেসবুক প্রোফাইল থেকে ব্র্যাকের নাম হাইড করেন এবং পরে পুরো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেন। মবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিআইজিডি জানায়, পোস্টটি তার ব্যক্তিগত মত হলেও এটি কোনোভাবেই বিআইজিডির মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না। যথাযথ পদক্ষেপ অনুসরণ করে এবং নৈতিক ও পেশাদারী অবস্থান সমুন্নত রাখতে জড়িত ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবসান টানা হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে গরুর গোশত উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
বাকৃবিতে গরুর গোশত উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান
দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান
ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত
ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত