• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

সারিয়াকান্দি টিপুর মোড়ে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্র টিপুর মোড় এখন যেন জলাবদ্ধতার স্থায়ী ঠিকানা। সামান্য বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়, দোকানপাটে পানি উঠার উপক্রম হয়ে যায়,  যান বাহন চলাচলে সৃষ্টি হয় চরম ভোগান্তি। ব্যবসায়ী থেকে শুরু করে পথচারী—সবারই একই প্রশ্ন, “এই দুর্ভোগের শেষ কবে?”

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাটির ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। রাস্তা ও ড্রেন নির্মাণে ব্যবহৃত হয়েছে নিন্মমানের সামগ্রী, যা অল্পদিনেই নষ্ট হয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এই দুরবস্থার জন্য সরাসরি দায়ী হিসেবে অনেকে আঙুল তুলেছেন পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশলী বিপ্লবের দিকে।

ভুক্তভোগীদের দাবি, নির্মাণকাজে সঠিক তদারকি না থাকায় এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে সাময়িকভাবে কাজ শেষ হলেও কিছুদিনের মধ্যেই তা অকেজো হয়ে পড়ে। ফলে জনগণের দুর্ভোগ যেন স্থায়ী রূপ নিচ্ছে।

একজন স্থানীয় দোকানদার বলেন, “বৃষ্টির পরে দোকানে পানি উঠার উপক্রম হয়ে যায়। ব্যবসা তো করতে পারছি না, উল্টো ক্ষতির মুখে পড়ছি। পৌরসভা শুধু কাজের নাম করে বাজেট খরচ করে, কিন্তু আমাদের কষ্ট যেন কারো চোখে পড়ে না।

মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি লিটন মাহমুদ জানান, টিপুর মোড়ে কার্পেটিং কাজ চলাকালে তিনি ইঞ্জিনিয়ার বিপ্লবকে কাজ ভালোভাবে করার অনুরোধ করলে, তিনি উল্টো রেগে গিয়ে বলেন, "তোমরা বললেই আমি সেভাবে কাজ করব না, আমি আমার মতো করেই করব।" কয়েকদিনের মধ্যেই ওই এলাকায় কার্পেটিং উঠে গিয়ে আগের চেয়েও খারাপ অবস্থার সৃষ্টি।

এই বিষয়ে পৌরসভার দায়িত্বশীল কেউ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও এলাকাবাসীর দাবি—তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে টিপুর মোড়কে জলাবদ্ধতা থেকে মুক্ত করা হোক।

এখন সময় এসেছে পৌর প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার। অন্যথায় সাধারণ মানুষের ক্ষোভ আর অসন্তোষ আরও প্রকট হবে, যার দায় প্রশাসনকে নিতেই হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেতু না বানিয়েই ৩৪৩ কোটি টাকা নাই
সেতু না বানিয়েই ৩৪৩ কোটি টাকা নাই
কালিগঙ্গায় ড্রেজার বসিয়ে চলছে বালু লুট, নিরব প্রশাসন
কালিগঙ্গায় ড্রেজার বসিয়ে চলছে বালু লুট, নিরব প্রশাসন
রামগতিতে অনৈতিক কাজে ধরা পড়া বিএনপি নেতা বহিষ্কার
রামগতিতে অনৈতিক কাজে ধরা পড়া বিএনপি নেতা বহিষ্কার