• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাস্তাঘাট অবরোধকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।-ছবি সংগৃহীত

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যারা রাস্তা অবরোধ করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "রাস্তা অবরোধ করার কোনো অধিকার কারো নেই। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করছে। এটি কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যদি আজকের মধ্যে সমস্যার সমাধান না করা হয়, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।"

উপদেষ্টা জানান, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন এবং সীমান্তে ছিনতাই ও চুরি-ডাকাতিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে পূজা ও ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা রয়েছে, সে বিষয়েও আলাদা আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, "ফরিদপুরের দুটি ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল, তা অন্য আসনে স্থানান্তর করা হয়েছে। এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। যুক্তি-তর্ক শুনে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। যদি কেউ ক্ষোভ প্রকাশ করতে চায়, তা যথাযথ চ্যানেলের মাধ্যমে করা উচিত। জনগণকে জিম্মি করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।"

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম প্রমাণিত হলে বাতিল হবে আদানির চুক্তি : বিদ্যুৎ উপদেষ্টা
অনিয়ম প্রমাণিত হলে বাতিল হবে আদানির চুক্তি : বিদ্যুৎ উপদেষ্টা
বায়ুদূষণ নিয়ন্ত্রণে একসঙ্গে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
বায়ুদূষণ নিয়ন্ত্রণে একসঙ্গে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার
আরপিও সংশোধন আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিলো ইসি
আরপিও সংশোধন আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিলো ইসি