• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

শ্রীলঙ্কার কাছে হেরেও আশা হারাচ্ছেন না জাকের

স্পোর্টস ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এ.এম.
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণ জটিল হয়ে উঠেছে। প্রথম ম্যাচে হংকংকে হারালেও নেট রানরেটে আফগানিস্তানের পিছনে রয়েছে টাইগাররা। তার ওপর শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটের হার পরিস্থিতিকে করেছে আরও কঠিন। এখন আফগানিস্তানের বিপক্ষে শুধু জয়ই যথেষ্ট নয়, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।

তবুও আশা ছাড়ছেন না জাকের আলী। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আশা হারানোর কোনো প্রশ্নই ওঠে না। আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি। একটা ম্যাচ হারলেই আশা শেষ হয়ে যায় না। মানসিকতা একই থাকবে-আমরা জিততেই খেলব। শ্রীলঙ্কার ম্যাচে সেটা হয়নি, তবে আফগানিস্তানের বিপক্ষে আমরা জয়ের জন্যই নামব।’

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভয়াবহ ছিল বাংলাদেশের জন্য। ০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ৫৩/৫ অবস্থায় যখন ম্যাচ প্রায় হাতছাড়া, তখন জাকের আলী ও শামিম হোসেনের জুটিতে দল কিছুটা ঘুরে দাঁড়ায়। ৪১ রানের লড়াকু ইনিংসে দলের হাল ধরেন জাকের।

আগামী ম্যাচের আগে ব্যাটারদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানালেন তিনি। জাকেরের ভাষায়, ‘আমাদের জন্য ওপেনিং আর তিন নম্বর ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ। পাওয়ার প্লেতে নাম মানে এই নয় যে প্রতিটা বল বাউন্ডারিতে পাঠাতে হবে। এক রান নেওয়ার জন্য বল ঠেলে দৌড়ানোও (ড্রপ অ্যান্ড রান) সমান জরুরি। আমি বিশ্বাস করি, ছেলেরা এগুলো মাথায় রাখবে এবং পরের ম্যাচে ভালো কিছু করবে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর
এনসিএলে রবিন ঝড়, ২৭ বলে জয় ঢাকা মেট্রোর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ