• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ড‌নে মাহফুজ আলমের অনুষ্ঠানে আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) খালিলি লেকচার থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানকে ঘিরে বাইরে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করছেন। তবে গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক নাওমি হোসেন। এতে বক্তব্য দেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মাহফুজ আলম। আলোচনায় উঠে আসে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক।

বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, উপদেষ্টা মাহফুজ আলম দিনটিতে লন্ডনে দুটি অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে সোয়াসে প্রথম অনুষ্ঠানটিতে যোগ দিতে গেলে বাইরে ১৮ জন আওয়ামী লীগ কর্মী স্লোগান দেন। তবে অনুষ্ঠানস্থলে প্রবেশে কোনো সমস্যা হয়নি। সোয়াস কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তারা নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ির ওপর আবারও ডিম নিক্ষেপ ও রাস্তা অবরোধের চেষ্টা করে কয়েকজন বিক্ষোভকারী। পুলিশ তাদের সরিয়ে দেয়।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় মাহফুজ আলম বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা সার্বক্ষণিকভাবে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান