• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন ব্যতীত সরকারের অর্জন শূন্য: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পি.এম.
সালাহউদ্দিন আহমদ-ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন ।

সালাহউদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তবে, আমি মনে করি, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।   

তিনি বলেন, নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেয়ার ক্ষমতা রাখে। ভিন্ন কোন প্রক্রিয়ায় গেলে পরবর্তীতে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে।  

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে। তবে, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের। 
 
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ভোট নিয়ে জনগণের দুশ্চিন্তা দূর করা সরকারের দায়িত্ব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে- সাইফুল হক
অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে- সাইফুল হক
জামায়াত নিষিদ্ধ: প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম
জামায়াত নিষিদ্ধ: প্রতিক্রিয়া জানালেন আবদুল হালিম
নতুন বাংলাদেশে লুটপাট তন্ত্র চলবে না: আখতার
নতুন বাংলাদেশে লুটপাট তন্ত্র চলবে না: আখতার