• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসু নির্বাচনে ইতিহাস গড়লেন স্বামী-স্ত্রী

ঢাবি প্রতিনিধি    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পি.এম.
রায়হান উদ্দিন ও উম্মে সালমা - ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ইতিহাস গড়েছেন এক দম্পতি। প্রথমবারের মতো স্বামী ও স্ত্রী একসঙ্গে নির্বাচিত হয়েছেন ডাকসু সদস্যপদে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে অংশ নিয়ে রায়হান উদ্দিন ও উম্মে সালমা জয়ী হয়েছেন। রায়হান কেন্দ্রীয় সদস্য (CMS) পদে নির্বাচিত হয়েছেন, আর উম্মে সালমা কমন রুম ও রিডিং রুম সম্পাদক (CRR) পদে।

ঘোষিত ফলাফলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ও শামীম হোসেন পেয়েছেন যথাক্রমে ৩ হাজার ৩৮৯ ও ৩ হাজার ৮৮৩ ভোট।

একই প্যানেল থেকে জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।

রায়হান উদ্দিন বলেন, “আমরা কঠোর পরিশ্রম করেছি। শিক্ষার্থীদের কাছে গিয়েছি, কথা বলেছি। তারা আমাদের ওপর আস্থা রেখেছেন, আমরা সেই আস্থার মূল্য দিতে কাজ করে যেতে চাই।”

উম্মে সালমা বলেন, “শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করাই হবে আমার প্রধান কাজ। তাদের কল্যাণে আমরা সত্যিই কিছু করতে চাই।”

রায়হান উদ্দিন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। উম্মে সালমা ২০২০-২১ শিক্ষাবর্ষের একই বিভাগের শিক্ষার্থী। একই বিভাগ থেকে পড়াশোনা করা এই দম্পতি এবার ডাকসুর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নতুন ডাকসু পরিষদ গঠন করা হয়।

রায়হান-সালমা দম্পতির জয় শুধু ব্যতিক্রমী ঘটনা নয়; এটি দেখায় যে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ও পারিবারিক সম্পর্ক সমন্বিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব। পাশাপাশি এটি নারী নেতৃত্ব ও স্বচ্ছ রাজনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না’
‘আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না’
সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী কে এই তামান্না
সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী কে এই তামান্না
শিক্ষার্থী নিহতের ঘটনায় বাকৃবি নেপালি শিক্ষার্থীদের সহমর্মিতা
শিক্ষার্থী নিহতের ঘটনায় বাকৃবি নেপালি শিক্ষার্থীদের সহমর্মিতা