• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রবাসীদের ভোটে অংশগ্রহণে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন—এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, ইনশাআল্লাহ। এজন্য সব ধরনের প্রস্তুতি চলছে। কতদিন আগে রেজিস্ট্রেশন করতে হবে কিংবা ভোট দেওয়ার সময়সীমা কতদিন থাকবে—এসব টেকনিক্যাল বিষয় আমরা নিয়মিতভাবে আপনাদের মাধ্যমে জানিয়ে দেব, যাতে প্রবাসীরাও অবগত হতে পারেন।”

তিনি আরও বলেন, বিদেশে বসবাসরত এনআইডি-ধারী বাংলাদেশিদের জন্য আলাদা নিবন্ধন প্ল্যাটফর্ম চালু করা হবে। একইসঙ্গে দেশের অভ্যন্তরে যারা নির্বাচন কাজে যুক্ত বা আইনি হেফাজতে আছেন, তাদের জন্য ‘ইন-কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম’ চালু করা হবে। এ উদ্দেশ্যে একটি বিশেষ অ্যাপ এবং প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে ইসি সচিব জানান, নতুন ২২টি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শেষ হয়েছে। সংগৃহীত সব নথি একটি ব্রডশিটে সাজিয়ে বুধবার কমিশনে জমা দেওয়া হবে। পরে কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি বলেন, প্রতীক সংক্রান্ত বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে রয়েছে। দ্রুত এটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই : প্রেস সচিব
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই : প্রেস সচিব
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
বিএমএ ‘হল অব ফেইম’-এ নৌ ও বিমান বাহিনী প্রধানের নাম অন্তর্ভুক্ত
বিএমএ ‘হল অব ফেইম’-এ নৌ ও বিমান বাহিনী প্রধানের নাম অন্তর্ভুক্ত