• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ কোটি টাকার সোনা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে প্রায় ৭ কোটি টাকার সোনা জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৭ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সুন্দর সীমান্ত ফাঁড়ির কাছে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ১৯৪ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় প্রায় ৫ কোটি রুপি মূল্যের ২৫টি সোনার বিস্কুট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ধনতলা থানার অন্তর্গত হরিতলাপাড়া গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেন। এছাড়া তিনি চোরাচালান নেটওয়ার্ক সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

জব্দ করা সোনাসহ অভিযুক্তকে পরবর্তী তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি সীমান্ত এলাকায় তৃতীয় বড় ধরনের সোনা জব্দের ঘটনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা জওয়ানদের সতর্কতার প্রশংসা করেন। তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে বিএসএফের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী
বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী
নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
নেপালের ত্রিভুবন বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল
ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা
ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা