• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঋতুপর্ণা-মৌসুমীর সঙ্গে প্রকাশ্যে ফেরদৌস

বিনোদন ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৭ পি.এম.
ফেরদৌস আহমেদ- ঋতুপর্ণা-মৌসুমী

ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রায় এক বছর পর প্রকাশ্যে দেখা গেলেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে দেখা গেছে ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে। 

তবে নির্বাচনের পর এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হয়নি এই নায়কের। ছাত্র-জনতার এক দফা দাবির জেরে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। 

শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী, এমপিরাও দেশ ছাড়েন। একদিন পরই ভেঙে দেওয়া হয় সংসদ। এরপর আওয়ামী লীগ সমর্থিত তারকারা গা ঢাকা দেওয়ার পাশাপাশি অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। 

এই তালিকায় রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রায় এক বছর পর ঋতুপর্ণা-মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন ফেরদৌস।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে  তাদেরকে। যেখানে ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমীও ছিল। 

ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইর্যকে গেছেন। তার কথায়, ‘এই দুই মহান নায়িকার সমন্ধে কিছু বলা যায়, আমরা তিনজন প্রচুর কাজ করেছি। আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় কাজ করেছে।’

মৌসুমী যোগ করেন, “অনেকবার চেষ্টা করেছি আমরা তিনজন একসঙ্গে আসার জন্য, কিন্তু কখনো সম্ভব হয়নি।”

তিনজনকে ভিডিওতে খোশ মেজাজে দেখা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান
সাবিনা ইয়াসমিনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান
ঝামেলা পাকাচ্ছে, আবার শান্তিতে নোবেল চাইছে: সালমান
ঝামেলা পাকাচ্ছে, আবার শান্তিতে নোবেল চাইছে: সালমান
তৌহিদ আফ্রিদিকে নিয়ে দীঘির মন্তব্য, বন্ধ যোগাযোগ
তৌহিদ আফ্রিদিকে নিয়ে দীঘির মন্তব্য, বন্ধ যোগাযোগ