নুরাল পাগলার দরবারে হামলায় ঘটনায় মামলা, গ্রেপ্তার ২


রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মো. আজাদ মোল্লার ছেলে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতেই নিহতের বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে আব্দুল লাতিফ (৪২) ও মো. রঞ্জু (৪০) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করেন। এতে ইতোমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, “রাসেলের বাবার দায়ের করা মামলায় নতুন করে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে দুই মামলায় এখন পর্যন্ত মোট ১৮ জন গ্রেপ্তার হলো। পূর্বের মামলার অনেক আসামিকেই নতুন মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত শুক্রবার দরবারে হামলার সময় রাসেল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে ফের হামলার শিকার হন। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
ভিওডি বাংলা/ এমএইচ