• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ চলছে : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পি.এম.
ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে থ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সাংবাদিকদের কল্যাণে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে প্রায় দুই হাজার সাংবাদিকের গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ সাংবাদিকদের পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি জানান, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়িয়েছে। এ ট্রাস্ট থেকে নিয়মিত কল্যাণ অনুদান, বৃত্তি এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশের খসড়া লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়েছে এবং নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ চলছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এমডি কাজিম উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূজায় গাজা-মদের আসর বসানো যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
পূজায় গাজা-মদের আসর বসানো যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
ডাকসু নির্বাচন নিয়ে সেনাবাহিনীর ফেসবুক পোস্ট
ডাকসু নির্বাচন নিয়ে সেনাবাহিনীর ফেসবুক পোস্ট