• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে ভান্ডারীর খানকা শরিফ গুড়িয়ে দিল মুসল্লিরা

রাজশাহী ব্যুরো    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খনকা শরিফে হামলা করে ভাংচুর করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে খানকার পীর আজিজুল ইসলাম।

তিনি বলেন, ‘‘গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরেও হামলা এড়াতে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’’

আজিজুল ইসলাম জানান, প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে তিন দিনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল। তবে জুম্মার নামাজের পর কিছু লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকে দেয়। তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খানকা শরীফে হামলা চালিয়ে পুরো খানকা শরীফ ভেঙ্গে চুরমার করে দিয়েছে।

এই ঘটনায় পবা থানার ওসিকে দায়ী করে পীর আজিজুল ইসলাম আরও বলেন, ‘‘পুলিশের অনুমতি নিয়েই এ আয়োজন করা হয়েছিল। থানার ওসিসহ পুলিশের উপস্থিতিই খানকা শরীফে হামলা করা হয়েছে এবং ভেঙে দেয়া হয়েছে। অথচ পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’’

তবে মুসল্লিদের অভিযোগ, সেখানে মাদক সেবন করা হয়। এ নিয়ে পুলিশকে জানানোর পরও কোন পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে মুসল্লিরা এ পদক্ষেপ নেয়।

ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘‘তিন/চারশত মানুষ এক সঙ্গে সেখানে হামলা করেছে। আর আমরা ছিলাম ৫ জন পুলিশ। সেখানে আমাদের কি করার ছিল। দেশের পরিস্থিতিতো জানেন। তবে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত