• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তাররা হলেন মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর থানার সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তল্লাশির সময় আরিফ উদ্দিনের কাছে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড এবং হাফিজুল ইসলাম শামীমের প্যান্টের পকেট থেকে দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে, তারা পলাতক আসামি নাসির (৪৫) সহ অবৈধভাবে অস্ত্র ও কার্তুজ ক্রয়-বিক্রয়ে যুক্ত ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে মিরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদন্ত কমিশন গঠন করেছে সরকার
তদন্ত কমিশন গঠন করেছে সরকার
তামাক নিয়ন্ত্রণ আইন  সংশোধন অবশ্যই জরুরি: শারমীন এস মুরশিদ
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: শারমীন এস মুরশিদ
আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন
আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন