• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রীলঙ্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় পর্যটকবাহী একটি বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী কলম্বো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পাহাড়ি শহর এল্লায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, বাসটি শীতল পাহাড় থেকে ফেরার পথে অপর এক যানবাহনকে ধাক্কা দিলে রেলিং ভেঙে প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে যায়।

বাসটিতে টাঙ্গালের পৌরসভার কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা এল্লায় বেড়াতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে বাসচালক ও নয়জন নারী রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শ্রীলঙ্কায় এটি চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দেশটির দুর্গম ও আঁকাবাঁকা রাস্তাগুলো বিশ্বের ঝুঁকিপূর্ণ সড়কের মধ্যে অন্যতম। সরকারি হিসাবে প্রতিবছর প্রায় তিন হাজার মানুষ সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বমঞ্চে কূটনৈতিক দাপট দেখালেন শি জিনপিং
বিশ্বমঞ্চে কূটনৈতিক দাপট দেখালেন শি জিনপিং
কুনারে উদ্ধার করা হচ্ছে পুরুষদের, বঞ্চিত নারীরা
কুনারে উদ্ধার করা হচ্ছে পুরুষদের, বঞ্চিত নারীরা
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালো ট্রাম্প
যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক প্রায় অর্ধেক কমালো ট্রাম্প